নিউইয়র্কের ব্রুকলিনে অগ্নিকাণ্ড, আহত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বাড়ি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) কেনসিংটনের বেভারলি রোড এবং অ্যাভিনিউ সি এর মধ্যে ৪১৩ই থার্ড সেন্টে অবস্থিত দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 

নিউইয়র্ক ফায়ার বিভাগের কর্মকর্তারা বলছেন, বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে একটি বাড়ির তিনতলায় প্রথম আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত বাড়তে থাকে এবং সেলার সহ তিনটি তলা গ্রাস করে। এরপর সে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী অ্যানাবেল রদ্রিগেজ অগ্নিকাণ্ডের খুব কাছাকাছি ছিলেন।  তিনি বলেন, প্রথমে কেবল ধোঁয়া বের হচ্ছিল। আমি পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, তখন ছাদ থেকে আগুন জ্বলতে শুরু করে।

ফায়ার সার্ভিস এবং ইএমএস এর ৩০টিরও বেশি ইউনিট এবং ১৩৫জনেরও বেশি  কর্মী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনে একটি সৌর প্যানেল ভেঙ্গে গিয়ে তাদের কাজ আরও জটিল করে তোলে। এছাড়া বাতাসের কারণেও খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছেন নিউইয়র্ক ফায়ার বিভাগের কমিশনার লরা কাভানো।

আরও পড়ুন:  ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত

এ ঘটনায় একজন নারী আহত হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাইমোনাইডস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়,  এরপর কর্নেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাস্তুচ্যুত পরিবারকে সাহায্য করতে ঘটনাস্থলে এসেছে রেড ক্রস।

উল্লেখ্য, নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *