‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনা নিবাসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ পদক তুলে দেন বলে তথ্য অধিদফতর জানিয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।
সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অনুষ্ঠানে সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ পরিয়ে দেওয়া হয়েছে।







