এই আলোচনাটি এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে শুক্রবার আলাস্কায় হতে যাওয়া একটি সম্মেলনের প্রেক্ষাপটে, যেখানে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাধানের চেষ্টা করা হবে।
এ ছাড়া গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেন মোদি।
জেলেনস্কির সঙ্গে আলাপের পর মোদি বলেন, ‘আমি ভারতের অবিচল অবস্থান ব্যক্ত করেছি, সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ ঘরছাড়া হয়েছে। এই বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনা ফলপ্রসূ হয়নি এবং আলাস্কায় সম্মেলন যুদ্ধের সমাধান কতটা এগিয়ে আনবে তা এখনো অজানা।
পুতিন এই পর্যায়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করার সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন।







