বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়িটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। দিল্লি বিস্ফোরণের তদন্তে তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছে উমরের কার্যকলাপ।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উমরের বাড়ি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয়। বিস্ফোরণের পর রাতভর পুলওয়ামা এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। এ সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এই ৬ জনের মধ্যে তিনজন উমরের পরিবারের সদস্য।
এর আগে গত সোমবার লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।







