দিল্লিতে বিস্ফোরণে অভিযুক্তের বাড়ি উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী

কাশ্মীরের পুলওয়ামায় বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হলো দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর নবির বাড়ি। দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন বলে অভিযোগ ভারতীয় গোয়েন্দা সংস্থার। 

বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়িটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। দিল্লি বিস্ফোরণের তদন্তে তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছে উমরের কার্যকলাপ।

পুলিশের তদন্ত কর্মকর্তারা মনে করছেন, দিল্লি বিস্ফোরণের তদন্তে যে দুই কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগ ছিল পেশায় চিকিৎসক উমরের। চিকিৎসক উমর ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন:  মার্কিন বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৯

এর আগে গত সোমবার লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *