মার্কিন বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৯

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। কারখানাটি মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামে একটি কোম্পানির কারখানায় বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য বিধ্বস্ত স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত আকাশপথের ফুটেজে টেনেসির হিকম্যান কাউন্টির ওই কারখানায় ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। ওই স্থানেই পুড়ে যাওয়া ও বিধ্বস্ত যানবাহন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

হাম্পফ্রিজ কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমরা নিশ্চিত করতে পেরেছি যে ১৯ জন নিখোঁজ রয়েছে।’

আরও পড়ুন:  আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, এই ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন। এখনই মৃতের সংখ্যা বলা যাচ্ছে না। আমি শুধু বলতে পারি, আমরা নিখোঁজ ১৯ জনের সন্ধান করছি।’

হিকম্যান কাউন্টির বাকস্নর্ট এলাকায় অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমসের একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দ্বিতীয়বার বিস্ফোরণের আশঙ্কায় সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হাম্পফ্রিজ কাউন্টির শেরিফ ডেভিস বলেন, বিস্ফোরণে কারখানার একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে।
তিনি এই ঘটনাকে তার চাকরি জীবনের ‘সবচেয়ে বিধ্বংসী দৃশ্য’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল, যে তা বহু দূর পর্যন্ত শোনা গেছে এবং ধ্বংসাবশেষ প্রায় অর্ধ বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তায় সোয়াট-বিজিবি

ডেভিস বলেন, যখন ভবনের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন ভবনটির কিছুই আর অবশিষ্ট ছিল না।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজদের পরিবারের জন্য এটি একটি অসহনীয় অপেক্ষার সময় বলে স্বীকার করেছে।

ডেভিস বলেন, ‘আমি নিশ্চিত অনেকেই ক্ষুব্ধ এবং অনেকেই খুব দুঃখিত ও হতাশ— আমি তা বুঝতে পারছি। এটি আমাদের জন্যও বিভীষিকাময়। এটি সংশ্লিষ্ট সকলের জন্যই বিভীষিকাময়।’

টেনেসির গভর্নর বিল লি জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘রাষ্ট্রীয় সংস্থাগুলো স্থানীয় ও ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আমরা এই মর্মান্তিক ঘটনার শিকার পরিবারগুলোর জন্য প্রার্থনা করতে টেনেসিবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন:  ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট কমেছে

গত ১৯৮০ সালে প্রতিষ্ঠিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কোম্পানি এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কোম্পানির ফেসবুক পেইজে বলা হয়েছে, তারা মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও শিল্পক্ষেত্রের জন্য ‘বিভিন্ন উচ্চ বিস্ফোরক উপাদান ও বিশেষায়িত পণ্য’ তৈরি করে থাকে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত মাসে মার্কিন সরকার ‘টিএনটি সংগ্রহের’ জন্য অ্যাকিউরেট  এনার্জেটিক সিস্টেমসের সঙ্গে প্রায় ১২ কোটি ডলারের একটি চুক্তি সম্পাদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *