মানসিক চাপ কমানোর সহজ উপায়

অনেক সময় অফিসের কাজ ও সংসারের দায়দায়িত্ব সামলে নিজের জন্য আর সময় বের করা যায় না। তার ওপর দিনের শেষে কাজ করে একাকিত্ব, বিষণ্নতা। সারা দিন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন। কিন্তু দিনের শেষে হতাশা ছাড়া আর কিছুই পড়ে না।

কোনোভাবেই নিজের মনকে সামলাতে পারেন না। মাঝেমধ্যেই ভেঙে পড়েন।কখনো কাজের চাপে হাঁপিয়ে ওঠেন, আবার কখনো কোনো কাজেই মন বসে না। কাজ থেকেই ক্লান্তি আসে।

আবার কাজের মধ্যেই মনে আনন্দ আসে। কিছু কিছু কাজ রয়েছে, যা করলে মন ভালো হয়ে যায়। দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। কিন্তু এই কাজগুলোর মধ্যে আনন্দ খুঁজে নিতে পারেন।
কী সেসব কাজ, জেনে নিন—পছন্দের রান্না করুন

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠালে গুনতে হবে ৫ শতাংশ কর

প্রতিদিন দুই বেলা রান্না করা আর পছন্দের রান্না করার মধ্যে পার্থক্য রয়েছে। নিজের মন ভালো রাখতে পছন্দের রান্না করতে পারেন। নিত্যনতুন রেসিপি ট্রাই করতে পারেন। নতুন কিছু তৈরি করার মধ্যে যে আনন্দ রয়েছে, যা মন খারাপ ভুলিয়ে দিতে পারে।

প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন

প্রিয় মানুষ পাশে থাকলে সব বিপদ জয় করে নেওয়া যায়।

সব দুঃখ ভুলে যাওয়া যায় নিমেষে। যখনই মন খারাপ হবে, প্রিয় মানুষের সঙ্গে সুখ-দুঃখের কথা ভাগ করে নিন। মানসিক শান্তি পেতে প্রিয় মানুষকে জড়িয়ে ধরুন।প্রকৃতির মাঝে সময় কাটান 

সবুজের মাঝে থাকলে সব মন খারাপ দূরে চলে যায়। মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে প্রতিদিন খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে, সবুজ মাঠে হাঁটাহাঁটি করুন। এতে মন ফুরফুরে হয়ে উঠবে। এই একই কারণে মাঝে মাঝে কাজ থেকে বিরতি নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন। পাহাড়, জঙ্গল, সমুদ্রের তীরে সময় কাটান।

আরও পড়ুন:  চুল সুন্দর ও মজবুত করতে কাজে দিতে পারে যেসব ড্রাই ফ্রুটস

নিজের যত্ন নিন

একাকিত্ব কাজ করলে নিজের সঙ্গে সময় কাটানো আরো দুর্বিষহ হয়ে ওঠে। যারা নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, তারা মাঝে মাঝে এই কাজ করতে পারেন। এ ছাড়া নিজের যত্ন নিন। নিজেকে সবার আগে রাখুন। মাঝে মাঝে শপিংয়ে যান। পছন্দের খাবার খান। এতেও মন ভালো থাকে।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *