বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। এ ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু।
আনোয়ার ইব্রাহিম জানান, তিনি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার সংহতি প্রকাশ করবেন। তিনি বলেন, ‘এই শোকের মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি। আমরা প্রত্যেকটি হারিয়ে যাওয়া প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি বিপর্যস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার পর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য পেয়েছে।







