আজ সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন দুপুরে সামাজিক যোগাযগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে সম্পর্কের সিলমোহর দেন অভিনেত্রী।
এর পর তাদের প্রেমের সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে তিনি বলেন, ২০১২ সালের ৯ এপ্রিল বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, নতুন এই অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা আজীবন সুখে এবং একত্রিত থাকার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই।
এদিকে গতকাল অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে তাদের গায়েহলুদ। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়।