মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি গত নভেম্বরে নির্বাচিত হতেন, তাহলে এক বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘাত দেখা দিত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিয়ামি বিচে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে নিজের নির্বাচনী বিজয় গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি নিজেকে ‘শান্তি স্থাপনকারী ও ঐক্যবদ্ধকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারও কোনো লাভ নেই। তবে আপনি তা থেকে খুব বেশি দূরে ছিলেন না। আমরা যদি আরও এক বছরের জন্য এই প্রশাসন (সাবেক প্রশাসন) পেতাম, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। এখন এটি ঘটতে যাচ্ছে না।

আরও পড়ুন:  তিক্ততা কাটিয়ে ফের বন্ধু বলে ডাকলেন ট্রাম্প-মোদি

গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী ভাষণে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তার প্রশাসনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ‘বিশ্বকে একত্রিত করা এবং ইউক্রেনকে রক্ষা করা’। সেই সঙ্গে ‘দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ এড়ানো’।

বাইডেন ও কমলা হ্যারিসসহ তার টিমের সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বরাবরই বলে আসছেন, তার নেতৃত্ব থাকলে ইউক্রেন নিয়ে উত্তেজনা সশস্ত্র সংঘাতে রূপ নিত না।

বাইডেনের শাসনামলে উত্তেজনাপূর্ণ সম্পর্ক মেরামত নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরবে বৈঠক করেন। ট্রাম্প আলোচনাকে সহজতর করার ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন।

এই কূটনৈতিক ব্যস্ততা ট্রাম্প এবং ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। সেই সঙ্গে চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপে। যারা জোর দিয়েছিলেন, কিয়েভকে ছাড়া সংঘাত সম্পর্কিত আলোচনা হওয়া উচিত নয়।

আরও পড়ুন:  ৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান

ট্রাম্প তার ভাষণে জেলেনস্কির সমালোচনা করে তাকে ‘নির্বাচন ছাড়াই স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধানের পরিবর্তে আমেরিকান সম্পদ অপচয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *