দ্রুত প্রজ্ঞাপন চেয়ে শাহবাগে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ

চাকরিতে বয়স ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চাকরিতে আবেদনের বয়সসীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুরুষদের জন্য ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর হওয়া উচিত এবং তারা শর্ত সাপেক্ষে এটি উন্মুক্ত করার জন্য দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছেন। সোমবার (১৪ অক্টোবর) শাহবাগ জাদুঘরের সামনে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দাবি জানানোর পাশাপাশি বিষয়টি সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছেন। এটি দেশের যুবকদের চাকরির সুযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সৃষ্টি করবে।

 

এসময় রাজধানী ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে ৩৫ প্রত্যাশীরা শাহবাগে জড়ো হতে থাকেন। চাকরিতে বয়সসীমা ৩৫ করার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক এম এ আলী গণমাধ্যমকে জানান, আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিনব্যাপী চলবে। তিনি আরও বলেন, “সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় এবং দ্রুত প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
সমন্বয়ক এম এ আলী বলেন, আমাদের সঙ্গে সরকারের যে বৈঠক হয়েছে সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আমরা ছেলেদের ক্ষেত্রে চাকরিতে বয়স সীমা ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে বয়স সীমা  ৩৭ করার জন্য দাবি জানিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে উন্মুক্ত করার কথা বলেছি। সেটা সরকার বিবেচনা করবে। যদি আমাদের দাবি সরকার মেনে নেয় তাহলে সে ক্ষেত্রে অবসরের সময় যেই দুই বছর বাড়ানো হয়েছে, সেটা যেন না করা হয় সেজন্য আমরা সুপারিশ জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *