বিপিএল: ব্যাটিংয়ে দেশিদের রাজত্ব, সর্বোচ্চ রান তামিমের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র দশম আসরে শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই স্বদেশী। এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 

১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৯২ রান করেন তামিম। ধারাবাহিক ও দায়িত্বশীল ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার স্বীকৃতিও পেয়েছেন এই ওপেনার।

১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৬২ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়।

তৃতীয় সর্বোচ্চ ৩৯১ রান করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান ৩৮৪ ও বরিশালের মুশফিকুর রহিম ৩৮০ রান করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের শীর্ষ পাঁচ ব্যাটার :
ম্যাচ ইনিংস  রান   ১০০   ৫০
তামিম ইকবাল (ফরচুন বরিশাল)           ১৫    ১৫    ৪৯২    ০     ৩
তাওহিদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)      ১৪    ১৪    ৪৬২    ১     ২
লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)           ১৪    ১৪    ৩৯১    ০     ৩
তানজিদ হাসান (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)      ১২    ১২    ৩৮৪    ১     ২
মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল)          ১৫    ১৫    ৩৮০    ০    ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *