সেন্টমার্টিন থেকে ফেরার পথে ৩০০ পর্যটক নিয়ে জাহাজ বিকল

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথ যান্ত্রিক ত্রুটির জেরে পর্যটকবাহী জাহাজ এলটিসি কাজল পর্যটক নিয়ে সাগরে মাঝপথে ডুবোচরে আটকে যায়। তিনঘণ্টা পর ত্রুটি সারিয়ে জাহাজ চলাচল শুরু করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝপথে এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা করে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) এর ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া।

জহির ভূঁইয়া বলেন, বুধবার বিকালের দিকে সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরের মাঝপথে এসে যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচরে কাছাকাছি এলটিসি কাজল নামের পর্যটকবাহী জাহাজটি আটকে যায়। জাহাজে ৩০০ জনের মত পর্যটক রয়েছে। এরপর আনুমানিক তিনঘণ্টা প্রচেষ্টা চালিয়ে যান্ত্রিক ত্রুটির সমাধান হলে ঘটনাস্থল থেকে জাহাজটি টেকনাফ জেটিঘাটের উদ্দেশে রওনা দিয়েছে জানিয়েছে জাহাজ থাকারা।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র কোনো নিদিষ্ট দলকে সমর্থন করে না: রাষ্ট্রদূত

তবে এ বিষয়ে টেকনাফের ইউএনও আদনান চৌধুরীর বক্তব্য জানতে প্রচেষ্টা চালিয়েও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *