সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সন্ধ্যা ৭টায় সিইসি ভাষণ দেবেন বলে জানিয়েছেন ইসি সচিব মো: জাহাংগীর আলম।

আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব। 

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকালে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের এই তফসিল ঘোষণা করবেন সিইসি।

এদিকে তফসিল ঘোষণা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হাল নাগাদ, সীমানা পুনঃনির্ধারণ, অংশীজনদের সঙ্গে সংলাপ, ব্যালট বাদে ভোটের বাকি সরঞ্জাম জেলায় জেলায় পৌঁছে দেয়াসহ সব কাজ সেরেছে নির্ধারিত সময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *