সন্দ্বীপে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া টানা দুই ঘণ্টার বজ্রপাত অনেকেরই মনে আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষ করে সত্তরোর্ধ্ব লালমিয়ার মতো প্রবীণদের। সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত এই বজ্রপাত চলতে থাকে। লালমিয়া জানান, তাঁর জীবনে এতো দীর্ঘস্থায়ী ও তীব্র বজ্রপাত আগে কখনো দেখেননি। তিনি বলেন, ‘একটানা এমন ঠাডা (বজ্রপাত)Read More →