সকলের অশ্রুসজল চোখ, হৃদয়ে স্বজন হারানোর শোক আর হাতে ফুলের তোড়া- সন্‌জীদা খাতুনের শেষবিদায়ে ছায়ানট সংস্কৃতি ভবনে ঢল নেমেছিল হাজারো মানুষের। শাহীন সামাদ, বুলবুল ইস‌লাম, লাইসা আহ‌মেদ লিসা, পার্থ তানভীর ন‌ভেদ, রু‌চিরা তাবাসসুমসহ অন্যরা ধরা গলায় গাইলেন, ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’, ‘কান্না হাসির দোল দোলা‌নো’। শেষবারেরRead More →