বস্তুত, মেধাবীদের কোটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই
বীর প্রতীক কর্নেল ( অবঃ) মোহাম্মেদ দিদারুল আলম মেধাবীদের মেধা কাজে লাগানোর ক্ষেত্র তো বিশাল – সারা বিশ্বজুড়ে। কর্পোরেট জগত, বহুজাতিক কোম্পানি, বিশ্ব সংস্থা সহ বিশাল কর্মক্ষেত্র পরে আছে তাঁদের জন্য। তাছাড়া কজন মেধাবী দেশের, প্রকৃত অর্থে, সেবা করার ইচ্ছা পোষণ করে। ৯০ ভাগই তো উন্নত বিশ্বের দিকে ধাবিত হয়।Read More →