১৩ বছরের আব্দুল্লাহ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে একটি সাদা প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে রাস্তায় নামে। শহরের অলিগলি, ড্রেনপাড়, খোলা ময়লা জমার স্থান—সব জায়গা ঘুরে সে কুড়িয়ে নেয় প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট ও বর্জ্য। প্রতিদিন সে সংগ্রহ করে ৭-৮ কেজি বর্জ্য, যার বিনিময়ে পায় ৬০-৭০ টাকা। এই সামান্য আয় দিয়েইRead More →