নতুন চাঁদ দেখে দোয়া পড়া নবীজির সুন্নত। ঈদুল ফিতর, রমজান, শাওয়ালসহ প্রত্যেক নতুন চাঁদ দেখে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। নতুন চাঁদ দেখলে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (স.) পাকাপোক্ত ঈমান, শান্তি, কল্যাণ ও বরকতের দোয়া করতেন।  দোয়াটি হলো- اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহুRead More →

ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পবিত্র রমজান মাসের রোজা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫) রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে,Read More →