শীতের রিক্ততা ভুলিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাগুনের ছোঁয়া, রঙে রঙ্গিন প্রকৃতি। গাছে গাছে ফুটেছে রক্ত শিমুল-পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। লাল-হলুদ-সাদা আর বেগুনি। চমৎকার, কত রঙিন! অন্যরকম এক আবেশ ছড়াচ্ছে প্রকৃতি। বাহারি সাজে আপন রূপে সেজেছে সে। দালান-কোটার এ-শহরের অলিতে-গলিতে, রাস্তার পাশে, শখের বসে গড়ে তোলা শিশুর ছাদ বাগানে, গাছেRead More →