ঈদ নিয়ে রাবিপ্রবিয়ানদের ভাবনা

মুসলিম ধর্মাবলম্বী ধর্মীয় উৎসবের মাঝে ঈদ অন্যতম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে উদযাপিত হয় ঈদ উল ফিতর। ঈদ নিয়ে তাই নানা চিন্তা, আলোচনা ও স্মৃতি ধরা দেয় মনের দৃশ্য পটে। ঈদ নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের নানা ভাবনা উঠে এসেছে স্মৃতিচারণ।

ঈদ মানে আত্মার স্বাধীনতা ও মুক্তির আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার প্রাপ্তির নাম ঈদ। ঈদ শুধু উৎসব নয় বরং এটি ইবাদত। ঈদের প্রধান আর্কষন হচ্ছে সকাল সকাল দুই রাকাত নামায আদায় করা। ধর্মীয় দৃষ্টি কোন থেকে দেখতে গেলে ঈদ পারস্পরিক হৃদ্যতা ও ভ্রাতৃত্ব বাড়ায়। ছোট বেলা ও এখন কার ঈদের মাঝে অনেক বেশি ফারাক। দুই টাকা পাঁচ টাকা বা বড় জোড় দশ টাকার নতুন চকচকে নোটের মতোই স্বচ্ছ আনন্দে মেতে উঠতাম সে দিন গুলোতে। তবে যে যাই বলুক অবুঝ শিশুর অবুঝ মনের সে রমাদান ও ঈদের স্বাদ এখন অনেকটাই খুঁজে ফিরি। সে আনন্দ আর আসে না। ব্যস্ততায় পার হয়ে যাওয়া ঈদের আমেজ এখনো স্মৃতির জানালা দিয়ে উঁকি দিয়ে যায়- আহ্সান হাবীব, (সিএসই বিভাগ, ৪র্থ বর্ষ )

আরও পড়ুন:  সৌদি আরবে রুশ-মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক কাল

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই খুশির দিন আসে।পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশ, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এই আনন্দ উপভোগ করার এক অন্যরকম মুহূর্ত। যা আমাদের নানা ব্যস্ততার কারণে এবং বিশেষ করে আমরা যারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার কারণে পরিবার থেকে দূরে থাকি , তাদের জন্য এই দিনটি যেন এক শান্তির অনুভূতি। সকলে একসঙ্গে এই দিনে ঈদের নামাজ ও প্রার্থনা শেষে, কোলাকুলি ও ভাবের আদান-প্রদান করি। যার মাধ্যমে আমাদের অন্তরের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়- আব্দুল আল মামুন ( সিএসই বিভাগ, ৪র্থ বর্ষ )

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই এক মাস ঘিরে আমাদের কতই না আয়োজন ছিলো। একদিকে দীর্ঘ একমাস ধরে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইবাদত,অন্যদিকে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের দীর্ঘ প্রতীক্ষা। চিরচেনা ব্যস্ত শহরে থাকে না কোনো কোলাহল, সকলে যেন ছুটে চলছে নাড়ির টানে। চাঁদ রাত থেকেই শুরু হয় ঈদের আমেজ। বাড়ির ছোট বড় সবার হাতে মেহেদী দিয়ে দেয়া,মায়ের সাথে ঈদের দিনের খাবারের মেন্যু রেডি করা, ঈদ কার্ড বিতরণ,আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুদের বাড়ি যাওয়া, সালামি নেওয়া, এই সবকিছুতেই যেন অন্যরকম এক আনন্দ-ফাইরুজ মেহেদী, (এফইএস বিভাগ ২য় বর্ষ)।

আরও পড়ুন:  ফের জাহাজ এলো পাকিস্তান থেকে, এবার রয়েছে যেসব পণ্য

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য এক মহা খুশির খবর। পবিত্র রমজান মাসটা সিয়াম সাধনার মধ্যে দিয়ে কাটানো হয়। বান্দার সাথে আল্লাহর সান্নিধ্যে গড়ে উঠে। সিয়াম পালনের মাধ্যমে অপেক্ষা করতে থাকে ঈদুল ফিতরের । সকলের সাথে ঈদ উদযাপনের আনন্দে স্বপ্ন ছুটে চলে আপন নীড়ের কাছে।
চাঁদ রাত থেকে ঈদের আনন্দ শুরু হয়ে যায়। জমজমাট ঈদের কেনাকাটা,গ্রামে ছেলেমেয়েরা আতশবাজি ফোটানো,হৈচৈ,আড্ডায় মেতে উঠে সারা রাত। পরবর্তী দিনের ঈদের সালাত জামাতে আদায়, সকলের কাছে সালামি পাওয়া, সকলের বাসায় অনেক রকমের খাবার খাওয়া । সব মিলিয়ে পুরো দিনটাই আনন্দময় মুসলিমদের জন্য। প্রত্যেকের ঈদ যেন ভালো কাটে এবং ঈদের আমেজ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে- আকলিমা আক্তার,( এফ এম আর টি বিভাগ ১ম বর্ষ) ।

আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি তাদের জন্য ঈদুল ফিতর একটু অন্যরকম। রমজান মাসে পরিবার থেকে দূরে থাকা এবং মায়ের হাতের রান্না করা খাবার না খেয়েই অনেকগুলো সেহেরি ও ইফতার পার করার পর যখন ঈদের ছুটিতে বাড়িতে আসি তখন ঈদের আনন্দ এমনিতেই দ্বিগুন হয়ে যায়। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই আমাদের কল্পনায় ভাসতে থাকে চাঁদ রাতের ঘোরাঘুরি, হৈচৈ, ভাই বোন মিলে আড্ডা, ঈদের দিন খুব ভোরে উঠে বাড়ির পুকুরে সবার একসাথে গোসল, একসাথে ঈদের নামাজে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে নানা ধরনের খাবার খাওয়া। এই সবগুলো স্বপ্নের পূরণ হয় আমাদের ঈদুল ফিতরের দিনে। দীর্ঘ ১ মাস অনেক ত্যাগ, তিতিক্ষা ও অপেক্ষার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। ঈদ হলো সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির আনন্দ। সবার জন্য ঈদ হোক এক আনন্দের উৎসব-মোঃ আয়নুল ইসলাম (সিএসই বিভাগ, ২য় বর্ষ) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *