উপজেলা নির্বাচনে ব্যালট ছাপানোর প্রস্তুতি নিচ্ছে ইসি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ও স্বচ্ছ বক্সে ভোট গ্রহণ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন ইসি

ইতিমধ্যে যেসব উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে ওইসব কেন্দ্রের জন্য ব্যালট পেপার ছাপানোর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে কোন উপজেলায় কবে ভোট হবে সে তালিকা মাঠ কর্মকর্তাদের পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।

এদিকে এখনো নির্বাচনে এখনো পুর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা না হলেও নির্বাচনে সামগ্রিক প্রস্তুতি সম্পূর্ণ শেষ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ইতিমধ্যে ভোট কেন্দ্রের তালিকাও আগামী ২৫ মার্চের মধ্যে চুড়ান্ত করার নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত তালিকাটি ইতিমধ্যে সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  উপজেলা নির্বাচনঃ দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

ইতিমধ্যে দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮১টি উপজেলার কোনটিতে কবে ভোট তা জানিয়েছে ইসি। এক্ষেত্রে ৪, ১৮ ও ২৫ মে এবং ১ জুন; মোট চার ধাপে ওই উপজেলাগুলোয় ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *