নতুন বছরে বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিপ্রবিয়ানদের ভাবনা

দেখতে দেখতে চলে আসলো নতুন বছর। বিগত বছর নানা সম্ভাবনা ও কর্মব্যস্তাময় দিন পার করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। নতুন বছরে নিজেদের বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিপ্রবিয়ানদের রয়েছে নানান চিন্তা-ভাবনা। সেসব চিন্তা-চিন্তা ভাবনা ও সম্ভাবনা তুলে ধরছেন রাবিপ্রবি প্রতিনিধি আদিত্য চৌধূরী।

 

আলিফ সাঈদ (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ) ঃ রাবিপ্রবি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে।আমি রাবিপ্রবির একজন শিক্ষার্থী হিসেবে আশা করছি নতুন বছরে বিগত বছরগুলোর সকল গ্লানি দূর করে রাবিপ্রবি মাথা তুলে দাঁড়াবে এবং সারা দেশব্যাপী এটি তার উপস্থিতির জানান দিবে।আশা করছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও বেশি মনোযোগী হবেন এবং দেশের উন্নয়নে কাজ করবেন। নতুন বছরের প্রত্যাশা,রাবিপ্রবি হয়ে উঠবে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন পাবলিক বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:  বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প

 

অর্ক দাশগুপ্ত (সি এস ই বিভাগ) ঃ নতুন বছরে নতুন করে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। ল্যাবের সুযোগ সুবিধা ও শিক্ষক সংকট দূর করে এই বিশ্ববিদ্যালয় গবেষণার কাজে আরো এগিয়ে যাবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাক রাবিপ্রবি।

 

রবিউল আওয়াল কাউসার (ম্যানেজমেন্ট বিভাগ) দেখতে দেখতে প্রাণপ্রিয় রাবিপ্রবির এক দশক পার হয়েছে। একজন রাবিপ্রবিয়ান হিসেবে নতুন বছরকে ঘিরে কিছু আশাতো আছেই। যাবতীয় সমস্যা সমাধান করে নতুন বছরে রাবিপ্রবি হয়ে উঠুক শিক্ষার্থীদের মনের মত ক্যাম্পাস সেই প্রত্যাশা করি।

 

আজিম উদ্দীন (ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স) নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন বছরে রাবিপ্রবি দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ের মাঝে উঁচু স্থানে অবস্থান করুক এটাই আমার চাওয়া। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় তাল মিলিয়ে রাবিপ্রবির এগিয়ে যাওয়াটা এখন শুধু সময়ের দাবি।

আরও পড়ুন:  সংসদ সদস্য আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 

প্রজ্ঞা রঞ্জন চাকমা (ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি)ঃ শিক্ষক, ক্লাসরুম, ল্যাব রুম সংকট দূর করে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ এগিয়ে যাবে অনেক দূরে, নতুন বছরে এটাই হোক চাওয়া। যাবতীয় সমস্যা দূর করে নতুন বছরে সুন্দর একটি পরিবেশ নিয়ে রাবিপ্রবি পৌঁছে যাক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে।

 

মো:সামসিদ দোহা (ম্যানেজমেন্ট বিভাগ) ঃ নতুন এই বছরে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যার ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি চাই। আমাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক অনেক দূরে, সেই প্রত্যাশা রইলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *