গুজব থেকে সতর্ক থাকার আহ্বান ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) এ বিজ্ঞপ্তিতে ইসির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ যথা: ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতিতে নানা ধরনের মিথ্যা, বানোয়াট এবং অসত্য তথ্য প্রচারিত হতে পারে। এরসঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক থাকবে না। ফলে এ ধরনের অসত্য তথ্যে কেউ বিভ্রান্ত হবেন না।

সঠিক তথ্য জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিটের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন নিয়ে কোনো তথ্য পাওয়া গেলে তার সঠিকতা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

আরও পড়ুন:  আগামী ১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোন দল টিকে থাকবেনা : জয়

এছাড়া ভোটারদের উৎসাহ দিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে যাকে খুশি তাকে দেবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *