চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত

চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম আজ রোববার থেকে স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করে তারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে আইভ্যাকের এ কার্যক্রম স্থগিত থাকবে। প্রসঙ্গত, ভারতীয় ভিসা কেন্দ্রকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল চট্টগ্রামে।

আইভ্যাকের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনার পর চট্টগ্রামে আইভ্যাকের কার্যক্রম আবার চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে। ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় গত বুধবার দুপুর দুইটা থেকে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল। তবে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এই আইভ্যাকের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।

আরও পড়ুন:  বিদায় বেলায় ইরানে হামলার খায়েস বাইডেনের

জানা যায়, চট্টগ্রামে ভিসা সেন্টারের পাশাপাশি ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনও রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকেই এগুলোকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। কিছু উশৃঙ্খল জনতা বিক্ষোভ মিছিল নিয়ে এসব স্থাপনাতে জড়ো হয়। সেসময় ইট পাটকেলও নিক্ষেপ করে তারা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *