রোববার ৩ বাহিনী প্রধান ও আইজিপির সঙ্গে সিইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই বৈঠকের সূচি সাজানো হয়েছে দুই ধাপে। প্রথম পর্বে দুপুর ১২টায় সিইসি এ এম এন নাসির উদ্দিন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে একান্ত আলোচনায় বসবেন, যেখানে মূলত নির্বাচনকালীন সামরিক বাহিনীর ভূমিকা ও বিশেষ নিরাপত্তা কৌশল নিয়ে কথা হবে। দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটায় পুলিশের আইজিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ইসির পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:  ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি

আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন সিইসি এ এম এন নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশনারদের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। সভার মূল উদ্দেশ্য হলো—ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চলমান যৌথ বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করা।

ইসি জানিয়েছে, সভা শেষে তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের উপস্থিতিতে গণমাধ্যমকে ব্রিফ করা হবে। সেখানে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন সিইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *