এইচএসসিতে পাসের হার ৭৮.৬৪, কমেছে জিপিএ-৫

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন। এরপর ওয়েবসাইটে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হয়।

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

গত বছর পাসের গড় হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সে হিসেবে এ বছর কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ।

আরও পড়ুন:  চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন

এদিকে, জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী । গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

সর্বোচ্চ পাসের হার বরিশালে ৮০ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া, ঢাকা বোর্ডে ৭৯ দশমিক ৪৪, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৫, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৪, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১, সিলেট বোর্ডে ৭১ দশমিক ৬২ শতাংশ, যশোরে ৬৯ দশমিক ৮৮ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৩ দশমিক ৪৩ শতাংশ পাস করেছে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ।

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।

আরও পড়ুন:  সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *