সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

শুক্রবার জেনেভা থেকে ইমেইলে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এতে বলা হয়, চব্বিশের আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, ‘প্রতিশোধ বিভেদকে গভীর করে এবং অধিকার ক্ষুণ্ন করে। আমি হাদির ওপর হামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত চাই। দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাই।’

গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার হাদির মৃত্যু ঘোষণায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। প্রথম আলো ও ডেইলি স্টারসহ কিছু ভবনে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়। নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে লাঞ্ছিত করা হয়।

আরও পড়ুন:  জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন নাগরিকরা নিরাপদ জীবনযাপন, স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন। কর্তৃপক্ষকে এই সংকটময় সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অস্থিরতা রোধে পদক্ষেপ নিতে হবে।

হাইকমিশনার বলেন, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সহযোগিতা করতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশি কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *