বিশ্বসেরা স্টাইলিশ তারকার তালিকায় শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান আরও একবার প্রমাণ করলেন তিনি সত্যিই বলিউডের রাজা। এবার বিশ্বের ৬৭ জন স্টাইলিশ তারকার তালিকায় নাম লেখালেন ‘কিং খান’। বলিউড থেকে একমাত্র তিনিই রয়েছেন এই তালিকায়।

নিউ ইয়র্ক টাইমস এই বছরের সবচেয়ে স্টাইলিশ তারকার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শাহরুখ খানের নামও রয়েছে। শাহরুখের পাশাপাশি এই তালিকায় রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা এবং নোয়া ওয়াইলের নাম

এই তালিকাটি বিশ্বজুড়ে তাদের সম্মান জানায় যারা ফ্যাশন, চেহারা এবং ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে দ্য ম্যাজিক অফ মেট গালায় উপস্থিত হয়েছিলেন। ৬০ বছর বয়সী অভিনেতা এই বছর তার মেট গালায় ডেবিউর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন।
শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ খুব শিগগির দেখা যাবে তাকে। ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান। শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। 
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *