জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড হবে বুধবার।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট দুই মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাধারণত বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করা হয়ে থাকে।
এর আগে রোববার (৭ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ পাঠানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে ভাষণ তাৎক্ষণিকভাবে রেকর্ড ও প্রচারের ব্যবস্থা রাখার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।






