দুই দিনের সফরে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট পুতিন

দুই দিনের সফরে ভারতেপৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

আগামীকাল শুক্রবার তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক নির্ধারিত হয়ে আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট মন্ত্রণালয়। সেই বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি ভবনে।

ভারত আর রাশিয়া দুই দেশই বছরে একবার করে শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি হচ্ছে দিল্লির হায়দরাবাদ হাউসে।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে।

আরও পড়ুন:  ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *