স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন। তিন সংগঠনের নেতাকর্মীরা সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল নিয়ে শিখা চিরন্তনে গিয়ে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন এবং নানা স্লোগান দেন। পরে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই মাসেই ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে মহান বিজয় অর্থাৎ স্বাধীনতা ছিনিয়ে আনে বাংলার সর্বস্তরের মানুষ। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন দেশ, বাংলাদেশের।

আরও পড়ুন:  ‘বাঙালি জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’
কিন্তু মহান বিজয়ের ৫৪ বছর পরও এদেশে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের মতো একটি মহান জনযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে নতুন করে চক্রান্ত চলছে।বাহাত্তরের সংবিধানসহ মুক্তিযুদ্ধের চেতনা মুছে দেওয়ার সব অপচেষ্টা দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা কোনো সাম্প্রদায়িক বা মৌলবাদী রাষ্ট্র না।  যত দিন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা না হচ্ছে, তত দিন পর্যন্ত এদেশের প্রগতিশীল সব সংগঠন এবং দেশপ্রেমিক জনগণের লড়াই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *