ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রোববার (৩০ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে সন্ধ্যা ৬টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল বলে জানান হিদার ব্রেন্ট। তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও আছেন।

নিহতদের প্রকৃত বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট।

আরও পড়ুন:  নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

তিনি বলেন, ‘এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’

গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট করতে জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। তিনি বলেন, এফবিআই, স্টকন পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে বলেছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *