হলমার্ক গ্রুপের এমডি তানভীর কারাগারে অসুস্থ, হাসপাতালে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার বিরুদ্ধে রমনা থানার মামলা নং-১৭(১০)১২ ধারা: জি আর নং- ১৭২/১২, A/P ১৮৫/৫/এ পশ্চিম কাফরুল। তাকে অসুস্থ অবস্থায় আজ বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *