পরে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।
এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।
এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর।
চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল ও সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন এর মুখপত্র
প্রকাশক ও সম্পাদকের উপদেষ্টা- ড. সালেহা কাদের
সম্পাদক- কাজী ইফতেখারুল আলম তারেক
ঠিকানা-: বাসা-৭, রোড – ৪, ব্লক– এ , সেকশন – ৬, মিরপুর, ঢাকা- ১২১৬.
ফোন- ০১৬৭৮৭৬৫৯৬৫
ওয়েবসাইট-http://dakdiyejai.news