অন্যদিকে ট্রাম্পও আগামী বছরের শেষের দিকে শি চিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) দুই নেতার মধ্যে এক ফোনালাপের পর ট্রাম্প ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর সোমবার দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ফোনালাপ হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, আলোচনায় প্রধান্য পেয়েছে বাণিজ্যের বিষয়। তবে ট্রাম্প ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বাণিজ্য ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল (মাদক) সমস্যা এবং তাইওয়ান ইস্যু নিয়েও কথা হয়েছে।
গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে দুই দেশের নেতাদের বৈঠকের পর শুল্ক সংক্রান্ত আংশিক যুদ্ধবিরতিতে সম্মতি হয়। যুক্তরাষ্ট্র ফেন্টানিল প্রবাহ কমানোর উদ্দেশ্যে ২০ শতাংশ শুল্ককে অর্ধেক করার সিদ্ধান্ত নেয়।







