সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের আগে তিনি এ কথা জানালেন।

আজ মঙ্গলবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প জানান, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।’

এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

তার ভাষ্য, “তারা অনেক বিমান কিনতে চায়। তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়, বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধবিমান কিনতে আগ্রহী।”

আরও পড়ুন:  হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি আরব

ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সফরকালে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান এফ-৩৫ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন।

এছাড়া সফরে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিও হতে পারে, যার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *