বিজ্ঞান লেখক অনিক শুভ পেলেন ‘গুণীজন সম্মাননা ২০২৫’

সমতটের কাগজের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে সম্মাননা প্রদান সাপ্তাহিক সমতটের কাগজ–এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৃজনশীল লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় বিজ্ঞান লেখক অনিক শুভ–কে গুণীজন সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায় অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাটি তুলে দেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মন্তাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখালেখি, বিজ্ঞানমনস্কতা বিকাশ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অনিক শুভ নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার লেখনী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সমতট অঞ্চলের সাহিত্য-সংস্কৃতিতে নতুনমাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নেন স্থানীয় সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা। পরে কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:  বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আয়োজনে উপস্থিত ছিলেন সমতটের কাগজ–এর সম্পাদকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পাঠক, লেখক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়, “সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে সমতটের কাগজ প্রতি বছরই গুণীজন সম্মাননা প্রদান করে থাকে। অনিক শুভ এ বছরের সম্মাননার যোগ্যতম প্রাপক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *