তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

দিনভর বাসে আগুনের পর এবার রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই ঘটছে এসব ঘটনা।

ট্রেনের বগিতে আগুনের ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে।এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:  নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা : পররাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *