এ ছাড়া ১৭ দশমিক ৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা তাদের পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে ২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে।
বিওয়াইএলসি জানিয়েছে, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাবনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষা বোঝার লক্ষ্যে এই জরিপটি পরিচালিত হয়, যা সম্পূর্ণ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
অংশগ্রহণ ও প্রোফাইল : জরিপটি ২০২৫ সালের ১০ থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশের ৮টি বিভাগ, ২৭টি জেলা ও ১৭৫টি প্রাথমিক নমুনা ইউনিটে পরিচালিত হয়। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ২ হাজার ৫৪৫ জন তরুণ-তরুণী অংশ নেন।
বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন, সামাজিকভাবে জাগ্রত এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবছে। তাদের কথা শোনা, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা এবং তাদের মতানুযায়ী নীতিনির্ধারণ করা এখন ভীষণ জরুরি।’







