আজ সোমবার (১০ নভেম্বর)। স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজধানীর জিরো পয়েন্টে পুলিশের গুলিতে ১৯৮৭ সালের এই দিনে শহীদ হন নূর হোসেন।

রাজপথে বুকে ও পিঠে লেখা–‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান নিয়ে মিছিল করেছিলেন নূর হোসেন। তার আত্মত্যাগে তীব্র হয়ে ওঠে আন্দোলন, যা পরবর্তীকালে এরশাদবিরোধী গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
 
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *