রাজধানীতে নারী সংবাদকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক নারী সংবাদকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক।

তিনি বলেন, পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে পরিবার থেকে অপমৃত্যুর মামলাও করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার দুপুরের পর থেকে একাই রুমের ভেতরে ছিলেন স্বর্ণময়ী বিশ্বাস। দীর্ঘ সময় সাড়া না পেয়ে ডাকাডাকি শুরু করে তার পরিবারের সদস্যরা। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে স্বর্ণময়ী বিশ্বাসকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তারা। তাকে উদ্ধার করে দ্রুত পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাতেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন:  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে তিনি শেরেবাংলা নগরের ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *