ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি, বন্ধ ঘোষণা

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রাচিদা দাতি বলেছেন, ল্যুভর জাদুঘরে চুরির ঘটনার পর সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে। ফরাসি দৈনিক লা পারিসিয়েন বলেছে, জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে।

বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শনসমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘরে রাখা আছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’সহ বহু অমূল্য শিল্পকর্ম। তবে জাদুঘর কর্তৃপক্ষ চুরির এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য জানায়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও একজন সংসদ সদস্য বলেছেন, জাদুঘরের সংগ্রহশালা থেকে ‌‌‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে।

আরও পড়ুন:  প্রধান উপদেষ্টার সফরে যে সমঝোতাগুলো সই করবে ঢাকা-টোকিও

বিশ্ববিখ্যাত এই জাদুঘর হঠাৎ বন্ধের কারণ হিসেবে ‘‘বিশেষ পরিস্থিতির’’ কথা বলেছে কর্তৃপক্ষ। রোববার সকালের দিকে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি প্রথম এই চুরির খবর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ সকালে ল্যুভর জাদুঘর খোলার সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে কারও আহত হওয়ার খবর নেই। আমি বর্তমানে ঘটনাস্থলে জাদুঘর কর্মী ও পুলিশের সঙ্গে আছি।’’

দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, একদল চোর স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট চেইনস করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বলেছেন, ল্যুভর জাদুঘর থেকে ‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে এবং পুরো ঘটনাটি মাত্র ‘‘সাত মিনিটের মধ্যেই’’ সম্পন্ন হয়।

আরও পড়ুন:  পারমাণবিক যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

ফরাসি দৈনিক লা পারিসিয়ান বলেছে, চোরের দল নির্মাণাধীন সেইন নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ‘‘নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে ৯টি গয়না’’ চুরি করে।

চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ল্যুভর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগেও, বিশ্বের বিখ্যাত এই জাদুঘরে একাধিকবার চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত মোনা লিসা শিল্পকর্মটি চুরি। ১৯১১ সালে জাদুঘরের সাবেক কর্মচারী ভিনসেনজো পেরুজিয়া জাদুঘর থেকে ছবিটি কোটের নিচে লুকিয়ে নিয়ে চলে যান। দুই বছর পর এটি ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:  বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার

সূত্র: এএফপি, বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *