‘উঠো, জাগো এবং শ্রেয়কে বরণ করো’ এই মহামতি মন্ত্রে দীক্ষিত সংগঠন সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের গৌরবময় ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। কবি সুকান্ত ভট্টাচার্য ‘আঠারো বছর বয়স’ কবিতার মতোই এই সংগঠনের পদচারনা ঘটে। ২০০৭ সালে ১৮ অক্টোবর কাজী ইফতেখারুল আলম তারেকের নেতৃত্বে সন্দ্বীপের একঝাঁক সৃজনশীল তরুণদের নিয়ে যাএা শুরু করে। চলার পথে ‘আঠারো বছর বয়স’- কবিতার শক্তি, সাহস, মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। তরুণদের তাজা প্রাণে প্রাণে মুখরিত থাকুক সর্বত্র। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে॥

কবির ভাষায়-
এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে ষ্টীমারের মতো চলে,
প্রাণ, দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের দীর্ঘদিনের সুহৃদ ও শুভাকাঙ্খীরা সংগঠনকে শুভেচ্ছা জানিয়েছে। 

সন্দ্বীপের অনুষ্ঠানে কবি নীলাঞ্জন বিদ্যুৎ বলেন, দ্বীপ-উপজেলা সন্দ্বীপে এই সংগঠনটি ধারাবাহিক কাজের মধ্য দিয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, এটি বিরল ঘটনা। তরুণদের সবুজ সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে। সেই সঙ্গে সন্দ্বীপের আর্থ সামাজিক উন্নয়ন ও গণমানুষের স্বপ্নগুলো পূরণ হবে বলে মনে করি। এই সংগঠন অগণিত বসন্ত বেঁচে থাকুক এই কামনা করছি।

আরও পড়ুন:  মুজিবের বাড়ি ধ্বংসস্তূপ, উৎসুক জনতার ভিড়

নাট্যজন আবুল কাশেম শিল্পী বলেন, এদিনে সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা। সংগঠনটি বায়ান্ন ও একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণদের সৎ চরিত্র গঠনকে সামনে রেখে সকল প্রকার অনিয়ম ও পশ্চাৎপদতাকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সংগঠনটির জন্ম হয়েছে। আশা করি স্কুল কলেজের সকল সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরো বহুদূর এগিয়ে যাবে।

সংগঠনের সহ-সভাপতি রিধোয়ানুল বারী বলেন, সংগঠনটি আমার কাছে একটি পরিবার, একটি আবেগের নাম। ২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় এটি সমাজকে বদলে দিতে প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসেছে কিন্তু দমাতে পারেনি। অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী সন্দ্বীপের নাম উজ্জ্বল করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী ইফতেখারুল আলম তারেক বলেন, নিঃসন্দেহে আমরা ভালো মুহূর্তে এসে পৌঁছেছি। এই পথচলার সারথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠনের মাধ্যমে দ্বীপ উপজেলা সন্দ্বীপে তৃণমূলে সামাজিক-সাংস্কৃতিক অঙ্গণে পরিবর্তন এসেছে, সামনের দিনে আরও আসবে সে লক্ষে অসংখ্য সৃজনশীল তরুণরা মাঠে কাজ করছে।

তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ বিনির্মানের প্রচেষ্টায়, সংগঠনের কর্মকান্ডের মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল সন্দ্বীপের মানু্ষ পেতে শুরু করেছে। এর ফলভোগী বিশেষত, তরুণ সমাজ। অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্দ্বীপবাসীকে আমরা জানান দিয়েছি এই তরুণরা সুন্দরের পথে, পরিবর্তনের পক্ষে। সংগঠনের পথচলার মধ্য দিয়ে একটি অহিংস সমাজ গড়ে উঠুক এই কামনা করছি।

আরও পড়ুন:  নিউ ইয়র্কে সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক সংবর্ধিত

সংগঠনের সভাপতি আমির হোসেন রিশাদ শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা ধারাবাহিতা রক্ষা করে চলেছি। এই বিশাল সময়ে আমাদের পথচলাকে যারা মসৃণ করেছে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি, সন্দ্বীপে তরুণদের মধ্যে যদি একতা থাকে তাহলে যেকোন সৃষ্টিশীলকাজের মাধ্যমে আমরা অনেকদূর এগিয়ে যাবো। সংগঠনটি সন্দ্বীপে সৃষ্টিশীল কাজের প্রতিযোগিতা সৃষ্টি করেছে। এই ক্ষেএে আমাদের সংগঠন পাইওনিয়ার। যেকোন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার আছি, সেই সাথে আমাদের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ব রয়েছে। তিনি আরও বলেন, সন্দ্বীপে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে মুক্তি দিতে চাই। যেকোন সুন্দরকাজে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবে। এছাড়া অতীতের সকল অর্জন ধরে রেখে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে চাই।

কবির ভাষায়-
তবু আঠাবাের শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তারে করে।

আরও পড়ুন:  রাবিপ্রবি ছাত্রদলের কমিটি ঘোষণা, পদ ছাড়াই শ্রেষ্ঠ সংগঠক জসিম

উল্লেখ্য, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই-উৎরাই পার করে একযুগ সম্পন্ন করেছে। এই দীর্ঘ পথপরিক্রমায় অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে সন্দ্বীপে শিক্ষা, সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক, মানবিক ক্ষেত্রে নাগরিক বদ্বতা থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। একই সঙ্গে ৫২ ও ৭১ এর চেতনা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত সমাজ বির্নিমানের লক্ষে সংগঠনটি বদ্বপরিকর। এছাড়া মাদক ও জঙ্গিবাদ নির্মূলের লড়াইয়ে সোচ্ছার থেকে একটি অহিংস সমাজ গঠনের সংগ্রামে শত তরুণ কাজ করে যাচ্ছে।

কবির ভাষায়-
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোন সংশয়—
এ দেশের বুকে আঠারাে আসুক নেমে॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *