৩ দাবিতে সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান

৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা। শুক্রবার সকাল দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। 

তাদের দাবিগুলো হলো— জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও উক্ত দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করা।

আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, সনদের ৫ম ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লিখেছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে।

আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে। এসব জায়গায় পরিবর্তন চাই।তিনি আরো বলেন, আমরা কমিশনকে আপত্তির কথা জানিয়েছি।

আরও পড়ুন:  আওয়ামী লীগের সংরক্ষিত এমপি হতে চান ১৫৪৯ নারী
কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। সে পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *