বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর থেকে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এরই মাঝে ভবনের পুরোটাতে আগুন ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে উপর থেকে নিচের দিকে আগুন ছড়িয়ে এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।







