কারখানার আশপাশের ভবনেও ছড়ানোর আশঙ্কা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে লাগা আগুন কিছুতেই নেভানো যাচ্ছে না।

বৃহস্পতিবার  (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর থেকে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এরই মাঝে ভবনের পুরোটাতে আগুন ছড়িয়ে পড়েছে। 

ইতোমধ্যে উপর থেকে নিচের দিকে আগুন ছড়িয়ে এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে।

আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যাক সদস্যরা। আগুন আরো বিস্তৃত হচ্ছে। আগুনের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতে করে আশপাশে ভবনেও আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে রাত ১০টায় জানান, আগুন এখনো নেভেনি। এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে। পুরো ভবনটিই জ্বলে পুড়ে যাচ্ছে। সেখান থেকে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুন:  হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত
জানা যায়, আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে। এ ছাড়া ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *