ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন ।

বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় অথবা বাইরে চলমান, আপনার দোকানে, কারখানায়, মাঠেতে, খেলার মাঠে, এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।

ড. ইউনূস আরও বলেন, ‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশ আজ এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময় এবং এই গৌরব ও আশার দিন থেকে নতুন শক্তি অর্জনের মুহূর্ত।’

আরও পড়ুন:  হত্যাকান্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে : প্রধানমন্ত্রী

উল্লেখ্য,শুক্রবার (১৭ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *