চট্টগ্রাম ইপিজেডে আগুন: আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন এখন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ধোঁয়ায় গোটা ভবন এলাকা অন্ধকার হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি উদ্ধার অভিযানে সহায়তা করছে বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন বলেন, ভবনের সাততলা ও ছয়তলা পুরোপুরি পুড়ে গেছে। ভেতরে প্রচুর পোশাকের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভবনে কর্মরত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাবিপ্রবি

এ ঘটনায় সিইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিখোঁজ শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভিড় করেছেন। আগুনের তীব্রতায় আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উৎসুক লোকজন ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এছাড়া কারখানায় ভবনটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *