ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া বাড়ছে শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া ৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা দেওয়ার পরিকল্পনা চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এমনই সবুজ সংকেত মিলেছে। মন্ত্রণালয় বলছে, প্রথমিকভাবে বাড়িভাড়ার অর্থ বাড়াতে ৯৫০ কোটি টাকা খরচ হবে। পরবর্তী বছর থেকে এই হার বৃদ্ধির পরিকল্পনাও সরকারের রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখার একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে অর্থ উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করছেন। কিন্তু শিক্ষকদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় অর্থ বিভাগের সঙ্গে বুধবারও একাধিকবার যোগাযোগ করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ২০ শতাংশ বৃদ্ধির দাবি করা হলেও সাড়া পাওয়া যায়নি। এরপর ১০ শতাংশ বৃদ্ধির জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন:  সচিবলায়ে সাধারণ ছুটি ঘোষণা
অর্থ বিভাগ ৫ শতাংশ কিংবা ২০০০ টাকা শিক্ষক প্রতি ছাড় দিতে পারে।’শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, যেখানে প্রতি অর্থবছরে রাষ্ট্রের বাজেট ৮ লাখ কোটি টাকা। সেখানে ২০ শতাংশ বাড়িভাড়া দিলে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারীর জন্য ২৩০০ কোটি টাকা খরচ হবে। শিক্ষকদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত প্রদক্ষেপ নেওয়া উচিত।

কোনো যৌক্তিক দাবিকে অবহেলা করা ঠিক হবে না।এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আলোচনা সন্ধ্যায় শেষ হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা।

অন্যদিকে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আরো বেগবান হয়েছে।

বুধবার আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। স্লোগান, ব্যানারে অনেকে প্রধান সড়কে শুয়ে পারেন। শিক্ষকদের ব্লকেডে শাহবাগ হয়ে রমনা, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানচলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষকরা শাহবাড় ছেড়ে শহীদ মিনার এলাকায় ফিরে যান। তারা জানিয়েছেন বুধবারের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার লং মার্চ টু যমুনায় যাবেন শিক্ষকরা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বৃহস্পতিবার দুপুর ১২টায় লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। প্রশাসনকে বলব, আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।’

আরও পড়ুন:  ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রণালয় আন্তরিক। কিন্তু তাদের বাড়িভাড়া কী হারে বাড়ানো হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।’

উল্লেখ্য, বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায়, কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনের সড়কে কর্মসূচি পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *