অন্যদিকে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আরো বেগবান হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রণালয় আন্তরিক। কিন্তু তাদের বাড়িভাড়া কী হারে বাড়ানো হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।’
উল্লেখ্য, বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায়, কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনের সড়কে কর্মসূচি পালন করছেন।







