জুলাই সনদে একমত, ভিন্নমত স্পষ্টভাবে উল্লেখ থাকবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে।

তিনি বলেন, আমরা সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অব ডিসেন্ট আছে, সেগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে—কী কী বিষয়ে, কীভাবে নোট অব ডিসেন্ট আছে। কারণ নোট অব ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই আমরা ঐকমত্য কমিশনে আলাপ-আলোচনা করেছি।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এর আগে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে। তিনি আহ্বান জানিয়েছেন, যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন:  ড. মঈন খানের নেতৃত্বে চীন সফরে গেলেন বিএনপি নেতারা

তিনি আরও বলেন, আমরা সবাই এতে সম্মত হয়েছি। যদিও সব বিষয়ে কথা বলার সুযোগ হয়নি, কয়েকজন বক্তব্য রেখেছেন, সব দল অংশগ্রহণ করেনি। আমি আমার বক্তব্যে বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়নসহ অন্যান্য কর্মকাণ্ডের লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা।

তিনি যোগ করেন, জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তবে এই সংস্কার সারা জাতির প্রত্যাশা। যে দলই ক্ষমতায় আসুক, এটি বাস্তবায়ন করতেই হবে।

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই এই গণভোটে জনগণের পক্ষ থেকে একটি সার্বভৌম এখতিয়ার ও কর্তৃত্ব প্রদান করা হোক, যাতে এটি জাতীয় সংসদের ওপর বাধ্যতামূলক হয়। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দেবে, সেটি যেন সংসদ গ্রহণ করে।

আরও পড়ুন:  ছাত্রলীগ নেতার কাঁধে মায়ের লাশ, হাতে হাতকড়া

তিনি বলেন, জুলাই জাতীয় সনদে গণভোটের বিষয়ে একটাই প্রশ্ন থাকতে হবে—জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, জনগণ তার পক্ষে আছে কি না। আমরা আশা করি, এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে, কারণ পুরো জাতি সংস্কারের পক্ষে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংসদকে এমন একটি গাঠনিক ক্ষমতা প্রদান করবে, যার অনুবলে সংসদে গৃহীত কোনো সংস্কার বা সংশোধনী বিচার বিভাগ চাইলেও বাতিল করতে পারবে না। এটাই গণভোটের মূল ভিত্তি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা অপেক্ষায় আছি আগামী ১৭ অক্টোবর আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। এরপর এই দলিল জাতির জন্য উন্মুক্ত করা হবে। পরবর্তী সময়ে ঐকমত্য কমিশন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ দেবে।

আরও পড়ুন:  হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

তিনি আরও বলেন, সেই সুপারিশের অংশ হিসেবে আমরা প্রস্তাব করেছি—গণভোটের দিনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে জুলাই জাতীয় সনদের সব প্রস্তাব, ঐকমত্য ও নোট অব ডিসেন্টসহ, বাস্তবায়নের পথ সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *