আগামী রবিবার থেকে মেট্রোরেল চলবে এক ঘণ্টা বেশি

ঢাকা মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন সুখবর। ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) ঘোষণা করেছে, আগামী রোববার (২০ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। নতুন সূচি অনুযায়ী, সকাল ও রাতের সময় মেট্রোরেল আধঘণ্টা আগে ও পরে ছাড়বে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, চলাচলের সময় বাড়ানোর পাশাপাশি আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপের সংখ্যা বাড়ানো হবে, যাতে দুই ট্রেনের মধ্যে অপেক্ষার সময় অন্তত দুই মিনিট কমানো সম্ভব হয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “পর্যায়ক্রমে সেবা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য কিছুদিন পরীক্ষামূলক চলাচল চালানো হবে। আশা করছি আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বৃদ্ধি কার্যকর হবে।”

নতুন সূচি: সকাল থেকে রাত পর্যন্ত সুবিধা

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়ে। নতুন সূচি অনুযায়ী এটি সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়বে। এখন রাত ৯টায় শেষ ট্রেন ছাড়ে, নতুন সূচিতে তা সাড়ে ৯টায় ছাড়বে।

আরও পড়ুন:  বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

মতিঝিল স্টেশনে দিনের প্রথম ট্রেন এখন সকাল সাড়ে ৭টায় ছাড়ে, নতুন সূচিতে এটি সকাল ৭টায় ছাড়বে। রাতের শেষ ট্রেন এখন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে, নতুন সূচিতে তা রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। ফলে, শেষ ট্রেন কমলাপুর পৌঁছাবে রাত পৌনে ১১টার দিকে।

শুক্রবারের ক্ষেত্রে, মেট্রোরেল বর্তমানে বিকেল ৩টা থেকে চলাচল শুরু করে; নতুন সূচিতে তা বিকেল আড়াইটায় শুরু হবে। রাতের চলাচলের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হবে।

যাত্রী সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। নতুন সময়সূচি ও ট্রিপ বৃদ্ধির ফলে এই সংখ্যা ৫ লাখের বেশি হতে পারে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হওয়া মেট্রোরেলটি শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলত। ধাপে ধাপে স্টেশনের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং মতিঝিল পর্যন্ত যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে। বর্তমানে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে মুক্তি পেল ‘বরবাদ’

ডিএমটিসিএলের এই উদ্যোগ যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *